নব রূপে মাতাল হয়ে যাই
মাহফুজা আক্তার এম.এ.কে

প্রভাতের শীতল বায়ু মেখে
প্রকৃতির গহীনে মিশে যাই,
কাটগোলাপের নতুন ঘ্রাণে
নব রূপে মাতাল হয়ে যাই...!

ঝরে পড়া শিউলির বিছানায়
মুগ্ধ নয়নে আবেশ খুঁজে পাই,
জোড়া শালিকের উড়া দেখে
কদম তলায় স্বস্তির সুঘ্রাণ পাই...!

এই প্রভাতে বাহারি পুষ্পের মেলা
আর নানা রকম পাখির খেলা,
বিমোহিত করলো হিয়া অতলে
এ যেনো সিক্ত অনুরাগের ভেলা...!

২২-০৬-২৪ইং