নবীন ঘাস
মাহফুজা আক্তার এম.এ.কে

যখন আমি মৃত্যু বরণ করবো
সকলে বিষাদের সুর তুলবে,
আমায় কবরে রাখার কিছু দিনে
সেখানে নবীন ঘাস জন্ম নিবে...!

সেই ঘাস গুলোতে প্রতি প্রভাতে
স্নিগ্ধ শিশির পড়বে নিয়ম করে,
আমি অনুভব করতে পারবো না
সূর্য উঠে বিলিন হবে নিয়ম করে...!

প্রতি আষাঢ়ের ঝুম বৃষ্টি নামবে
আমি স্পর্শ করতে পারবো না,
প্রতি অস্তরাগের গোধূলি বেলায়
প্রকৃতির অর্চনা করতে পারবো না...!

কোনো কিছু যত্ন করে মনে রাখা
বা ভুলে যাওয়ার প্রচেষ্টা রবে না,
আর আলো আঁধার অদৃশ্য মায়া
প্রতিচ্ছায়া হর্ষ বিষাদ কিছু রবে না...!

০৮-০৭-২৪ইং