যাবার কোথাও নাই!
মাহফুজা আক্তার এম.এ.কে

যাবার কোথাও নাই!
ওই নীল নগর ছাড়া,
তাই হেথা পাহারা দিই
নিশীথ ওই চন্দ্র তারা !

মাতাল বায়ুর আচ্ছাদনে
কেঁপে উঠে ধোঁয়ার শরীর,
টগবগ করে ভেজা উষ্ণতা
ঠাঁই নাই কোথাও শ্রান্ত তীর !

যাবার কোথাও নাই!
ওই গগণের বক্ষ ছাড়া,
সেথায় সদনের জন্য
নির্বাক চিত্ত আত্মহারা !

অভিসারে অহেতুক বাসনা
বয়ে আনে শীতল আনমনা,
তাই দেখে মেঘের আকুলতা
ঝরে পড়ে হয়ে বৃষ্টির ও কণা !

যাবার কোথাও নাই!
কোথাও কেহ উমেদে থাকে না,
অসীম কালের তরে আসন পেতে
তাই কোথাও আর যাওয়া হয় না !

২৭-০১-২২ইং