নিশান
মাহফুজা আক্তার এম.এ.কে

নির্বাক নিশিতে নিনাদকারী
নির্মাণে নিরবদি নির্জনে,
নিশাচর নিরবে নিরালায়ে
নিশুতি নিশ্চুপে নির্বাচনে  ।

নম্রমুখে নবীন নদীতে
নতমুখী নজীর নাবিকের,
নাটাই নিতে নিবিড়ভাবে
নিঃশ্বাস নিচ্ছে নিঃসরণের ।

নিধনকারী নিশান নিলামে
নৈসর্গিকতা নিরন্তে নিরাশে
নাবিক নিজেই নিরানন্দ
নিমিষেই নিমগ্নতার নাশে  ।

০৮-০২-২১ইং