নিরুদ্দেশ
মাহফুজা আক্তার এম.এ.কে
সন্ন্যাসীর বেশ ধরে,
কোথায় দিচ্ছো পাড়ি...
অক্রেয় মুখোশ পরে,
দিয়েছে নাকি আড়ি...
বাকরুদ্ধের অঘোষিত মর্মার্থ,
আড় পীযুষ পদার্থ...
ভুলিয়া প্রজ্ঞাপন মাস্তুল,
ঝর্ণার বারিধারা অপ্রতুল...
এ কেমন ছদ্মবেশ,
নাহি খোঁজ নিরুদ্দেশ...
10@06@20