নিরবতার পারিতোষিক
মাহফুজা আক্তার এম.এ.কে
নিরবতার পারিতোষিক
দম বন্ধ আর্তনাদ,
তবু নিরব থাক অক্রেয়
কোলাহলের না পাক স্বাদ !
যদি জয়ের স্বরূপে আসে
নিরবতাই তবে বিজয়ী,
আর যাতণা লহর দিয়ে
পারবে না'কো করতে ক্ষয়ী !
(অষ্টাপদী :মাত্রাবৃত্ত ৫৫৫৫)
২৩-০৯-২২ইং