নির্জন শীত
মাহফুজা আক্তার এম.এ.কে

কমল প্রেয় আঁখি সমুদ্র
যথেষ্ট দুঃখ ছুঁয়েছি,
এবার যাবো অনেক দুরে,
বার্তা বাহন ছুড়েছি...!

শোনো এমন দিয়ে ভুবন,
বইটা হাতে নিয়েছি,
অজানা তীরে বসত গড়ে,
শপথ স্বপ্ন দিয়েছি...!

আমি একেলা ভাবি অবেলা,
তোমার কথা গুঞ্জন,
মনের পাড়া সে দিশেহারা,
ভাবুক তবে কুজন...!

আমার দোর রোদ্দুর পর,
কেউ হবে কি আপন,
নির্জন শীত বসন্ত দুরে,
গ্রীষ্মের সাথে যাপন...!

হায়! অভাগা দুকূল ছাড়া,
কেমনে কাটে  এক্ষণ,
বাকরুদ্ধ হয়ে দেই পাহারা,
পাগল পারা যখন...!

অক্ষরবৃত্ত ৫+৫+৫+৩

১২-০৮-২০ইং