নির্জন চাঁদ
মাহফুজা আক্তার এম.এ.কে

শ্রাবণের বারিধারায়
ঔ গগণে নির্জন চাঁদ,
সিক্ত মৃত্তিকার টানে
এ নিশি করলো বরবাদ !

ভিজে ভিজে পত্ররাজি
উড়ায় হিয়ার মাতম,
না জানি কত শত কাল
ছূঁয়ে দেখেনি শিলার ওম !

কালো মেঘের আবডালে
লুকিয়ে সজ্জিত আবরণ,
আমরণ পারাবারের তীরে
নিলয় গড়ার হয়ে যাক পণ!

১৪-০৮-২২ইং