নির্ঝর পাহাড়ে
মাহফুজা আক্তার এম.এ.কে
নীরতার মাঝে হারিয়ে গেলে
শব্দরা আর কোলাহল করে না,
শ্রাবণে কাশবনে সন্ধ্যা নামলেও
ঝিঁঝিঁ পোকা আর শব্দ করে না !
অমবস্যার রাতে ডুবন্ত চাঁদকে
আর স্পর্শহীনে ছোঁয়া যায় না,
নির্ঝর পাহাড়ে তনু বেয়ে নামতে
দ্বিধাবোধ নিয়ে কলরব করে না!
০৪-০৮-২৪ইং