নির্বাসন
মাহফুজা আক্তার এম.এ.কে
শত কোটি যুগ পরিয়েও
আপনাকে শোনা হয়নি!
লক্ষ প্রহর অর্চনা করেও
আপনাকে দেখা হয়নি!
আপনি কেমন বলুন তো
একটু হৃদস্পন্দন পাঠাবেন!
এই যে জীবন্মৃত মানুষটার
একটু কী প্রাণটা বাঁচাবেন !
আপনি কেমন বলুন তো
এই বাকরুদ্ধকে একটু বুঝুন!
থেমে যাওয়া দীর্ঘশ্বাস নিয়ে
আর কত দিন নির্বাসন বলুন!
১২/১২/২৪ইং