নির্বাক প্লাবন
মাহফুজা আক্তার এম.এ.কে

আর কত অপেক্ষা করাবে
নির্বাক প্লাবনের মহাসাগরে,
আর কত অগোচরে থাকবে
শ্রান্ত নয়নের নিধির ঘরে!

হিয়ার পাথর স্তুপের ওজন
দীর্ঘ হচ্ছে ওই গগণের তরে,
মহাকাল বার্তা পাঠিয়েছে
স্পন্দন রবে না চিরতরে!

১৫/০১/২৫ইং