নিপুণ তৃষ্ণা
মাহফুজা আক্তার এম.এ.কে

প্রিয় ক্ষণস্থায়ী ফুল তুমি ঝরো নাকো,
তোমারি বদনে আজ চন্দন পড়ুক,
যখন থাকিবে একা হাঁটু গেড়ে ডাকো,
মেঘ হতে বৃষ্টি কণা ভূমিতে ঝরুক  ।

প্রিয় দিনে প্রিয় ক্ষণে বাহুতে তোমার,
সুবাসিত বিছানায় শিউলি ফুটুক,
সমুদ্রে উত্তাল বুকে আসুক জোয়ার,
অগ্নি লাভার প্রভায় বিলাস উঠুক   ।

ছোট্ট ফুল গাছটির আজ হবে স্বর্গ,
তাই চুপিসারে বসে দেখতেছে মেলা,
সুধা সুখের লাগিয়া চলে গেলো মর্গ ,
নিপুণ তৃষ্ণা না হোক তবে আর ফেলা  ।

দক্ষিণা দুয়ারে আসে সমীরণ ধেয়ে  ,
সুরেলা কণ্ঠে তুষার আসবে আজ বেয়ে  ।

17-09-20
(শেক্সপীরীয় সনেট
অক্ষর বৃত্ত  ৮+৬
abab cdcd efef gg)