নিমগ্নতায় দিবস রজনী
মাহফুজা আক্তার এম.এ.কে

তুমি অস্তিরতা বোঝো না
তুমি ব্যাকুলতা বোঝো না,
কী ভাবে নিশ্চুপ থাকো
নয়নের নিধিতে কী রাখো!

কেমন করে যাচ্ছে কেটে
নিমগ্নতায় দিবস রজনী,
তুমি তো টের পাও সবই
তবুও কেনো স্তব্ধ চাহনি!

১৮/০১/২৫ইং