নীলাভ দ্বীপ
মাহফুজা আক্তার এম.এ.কে
এই যে বিমূর্ত টান
প্রভাত ও নিশিতে,
শীত গ্রীষ্ম বসন্তে
যে সুর বাজে গীতে!
সে সুর যায় না বোঝানো
ধরণীর নির্মম নীতিতে!
এই যে পুষ্পের ঘ্রাণ
হিম কুয়াশার চাদরে,
বিমূর্ত টানে ঠাঁই খুঁজে
ওই নীলাভ দ্বীপে সাদরে!
যে প্রান্তর বিভর হয়
নির্জনতার আদরে!
০৫/০১/২৪ইং