নীল খাম
মাহফুজা আক্তার এম.এ.কে

দেহে তার কাফন জড়ানো
ঝাড় বাতির নেই আলো,
চারদিকে লোকের সরগম পড়লো
রেশমি কাপড়ে নেই মোড়ানো  ।।

দেহ তার হিমায়িত বরফ
ভেসে আসছে সহস্র তারিফ,
মুখে নেই তার বাকশক্তি
খুঁজে পেলো বিস্তীর্ণ মুক্তি  ।।

চলে যাবে সে কবর ঘরে
বৃষ্টি নামবে ক্রন্দনের সুরে,
করুণ সুরে শিস বাজিয়ে
বিদায় নিবে নীল খাম পেঁচিয়ে   ।।

০১*০৬*১৯ইং