নিশি ডুবে থাক
মাহফুজা আক্তার এম.এ.কে

নিশি ডুবে থাক
চাঁদেরও আলোকে,
কুহেলিকা ঝরুক
খয়েরী পাতার শোকে ।

রোদ্দুর মিশে থাক
নিশ্চুপ অধর কোণে,
শঙ্খচিল উড়ে যাক
দূরবাসীর ছায়াবৃত বনে ।

১৩-১২-২১ইং