রাত মানে
মাহফুজা আক্তার এম.এ.কে
রাত মানে
ওই নিশ্চুপ গগণের সাথে
নিভৃতে আলাপন!
রাত মানে
ওই চাঁদের জ্যোৎস্নায়
উষ্ণ শিহরণ !
রাত মানে
আরশের অধিপতির দেওয়া
শীতল পবন !
রাত মানে
নিথর পল্লবের গেয়ে যাওয়া
অনুক্ত আলোড়ন !
রাত মানে
নিজে নিজে কথা বলার
অঢেল উদগীরণ !
রাতে মানে
সুপ্ত আবেগের মহা প্রলয়
জাগার প্রতিফলন !
২৭-০৬-২২ইং