নবদ্বীপ
মাহফুজা আক্তার এম.এ.কে

বেজে উঠুক জয়গান,
সুরে কিংবা বেসুরে,
জোয়ারে ভাসুক প্রাণ,
কাছে কিংবা দুরে...

বাড়িয়ে দাও পদক্ষেপ,
যতই থাক পিছুটান,
সূর্যের উঁকিতে প্রলেপ,
কেটে যাক অম্লান...

গর্জন উঠুক সায়রে,
অজানা শিরার উত্তাল,
বইঠা যাক সরে,
মাঝি হোক মাতাল...

এগিয়ে যেতেই হবে,
ধীরে কিংবা স্রোতে,
নবদ্বীপে পৌঁছাতেই হবে,
সন্ধ্যা কিংবা প্রভাতে...

07-03-20