নজরুল মানে সাহিত্যরস
মাহফুজা আক্তার এম.এ.কে
নজরুল তুমি প্রতিবাদী কবি
অন্যায় দেখে থাকোনি কো চুপ,
তোমার লেখায় ফুটিয়ে উঠেছে
হুংকার আর প্রতিভাষ রূপ ।
তোমার কাব্য অমৃত তুল্য
বাস্তবিকতা বাজে শীধু সুরে,
তুমি হলে প্রিয় জাতীয় চারণ
তুমি প্রেরণার দ্যুতি ভূমি জুড়ে ।
নজরুল মানে জাতির বিজয়
ছন্দ গানের সুর ঝংকার,
তোমার জন্য অযুত বাহবা
ফিরে আসো পারো যদি গো আবার ।
সাহিত্যরস তোমাকেই ঘিরে
তুমিই অমর সহিত্য মনে,
তোমার লেখার অলংকারিকে
হৃদয় জুড়ায় সমুদয় ক্ষণে ।
(মাত্রাবৃত্ত ৬৬৬৬ )
১৮-১২-২১ইং