আমার সুর বাজবে না
মাহফুজা আক্তার এম.এ.কে

একদিন সবই থাকবে
শুধু আমি থাকবো না,
প্রকৃতি কত ভাবে সাজবে
অথচ আমার সুর বাজবে না!

শ্রাবণ মেঘের দিন থাকবে
শুধু আমায় পাবে না,
নব দ্বীপে সূর্য উঠবে
অথচ আমার রশ্নি পৌঁছাবে না!

হিম শীতের শেষ বিকেল থাকবে
শুধু আমায় শিশির পাবে না,
প্রতি ভোর বেলা ট্রেন আসবে
অথচ আমায় ধরণীতে পাবে না!

২৭/১১/২৪ইং