মৃদু ছন্দ
মাহফুজা আক্তার এম.এ.কে
এই যে আক্ষেপ অনুরাগ
হয়তো একদিন শীতল হবে,
সেই দিন ব্যগ্র হয়ে এসে
বলো কী এমন করবে?
সেই দিন শীতল পাথর স্তুপে
যতই পরশ দাও না কেনো,
হিয়ার অলিন্দের মৃদু ছন্দ
পাবে না খুঁজে জেনে নাও!
তার চেয়ে বরং এখনি এসো
উদযাপন করি ঝড়ের পবন!
০৭/০১/২৫ইং