একাই চলতে থাকো
মাহফুজা আক্তার এম.এ.কে
ধরো পৃথিবীতে তোমার
আপন বলতে কেউ নাই,
পিতা মাতা ভাই বোন
আত্মীয় স্বজন কেউ নাই ।
তবে কি তুমি এগুলা নাই
এই ভাবে দিন কাটাবে?
নাকি প্রাণটাকে সঞ্চারে
নতুন দিগন্তে পা বাড়াবে?
যেটাই করো না কেনো সব
তোমারই মর্জিতে হয়,
এই ত্রিভুবনে কেউ সুখী
আবার কেউ চির দুখী রয় ।
মায়া মমতাহীনে তুমি
একাই চলতে থাকো,
আর নিরবে একান্তে
ওই প্রভুকে ডাকো ।
০৫-১১-২১ইং