চলো পদার্পণ করি
মাহফুজা আক্তার এম.এ.কে
উৎসর্গ:প্রিয় পুষ্প কাটগোলাগ ও শিউলি

চলো পদার্পণ করি ভিন্ন কোনো ভুবনে,
হেথায় একমুষ্টি শিশির দিবো তব হস্তে আনমনে,
তুলে দিবো তব হস্তে কতেক কাঠগোলাপ কুড়ে,
আর দিবো এক অংক শিউলি পুষ্পের মাল্য তব গলে পরিয়ে  ।।

চলো পদার্পণ করি গহীন কোনো অরণ্যে ,
হেথায় থাকবে শিশিরের বর্ষা সবুজ ঘাসে অনন্ত,
হঠাৎ পথ আগলে দাড়িয়ে বলবো উপরন্তু,
থাকিনা অল্প কিছু লগ্ন সূর্য উঠা পর্যন্ত   ।।

চলো পদার্পণ করি স্বপ্নময় কোনো রাজ্যে,
হেথায় একটুকরো কুঁড়েঘর থাকবে খড় দ্বারা পরিপূর্ণ,
করবো প্রকৃতির সাথে বসবাস থাকবেনা কোলাহলপূর্ণ,
থাকবে একখানি পুষ্করিণী তার পাড়ে বসে করবো আলাপন    ।।

চলো পদার্পণ করি শূন্য কোনো মাঠে,
হেথায় জোৎস্নার আলোয় বিভর হবো,
গিটার হাতে অচেনা সুরে গাইবো,
হিমেল হাওয়ার  মাঝে নতুন পরশ খুজবো,
চলো সবই বিস্মৃত হইয়া নব্য যাত্রা সূচনা করবো   ।।

২২-১২-২০১৮ইং