মরূদ্যানে বাঁধি জল
মাহফুজা আক্তার এম.এ.কে
ও ক্লান্ত গোধূলি তরী
এসো নির্জনতা গড়ি,
বিবশ হিয়া হয়েছে ভারী
এসো ধর্মঘট করি জারি!
ও শুকনো প্রসূন কলি
এসো শীতের গল্প বলি,
ছড়িয়ে চুপি নিশীথ ঘ্রাণ
এসো প্লাবনে জাগাই প্রাণ!
ও সবুজ পল্লবের দল
এসো মরূদ্যানে বাঁধি জল,
উড়িয়ে নীলে অন্তিম ছাই
এসো যাত্রায় স্বাগত জানাই!
২৭-০৯-২৩ইং