মননে কল্পতরু
মাহফুজা আক্তার এম.এ.কে
বৃথা খুঁজিও না
বিমূর্ত পাবে না,
বিরল ছায়ারাগে
প্রদীপ নিভে আগে !
মননে ওই কল্পতরু
শুষ্ক আবরণে শুরু,
মেঘ মিলন বিলিন
শ্রান্ত বেলা মলিন !
অভিলাষে কার্পণ্য
রুদ্ধগতি স্নায়ু ধন্য,
দর্পণে বিমর্ষ সাধ
গড়বেনা বালির বাঁধ !
২২-০৮-২২ইং