মন টানলে
মাহফুজা আক্তার এম.এ.কে

মন টানলেও
ফিরতে নেই,
তার চেয়ে বরং
দূরত্বই শ্রেয়!

মন টানলেও
তাকাতে নেই,
তার চেয়ে বরং
চক্ষু বন্ধই শ্রেয়!

১০/১২/২৪ইং