মোহনা প্রহর
মাহফুজা আক্তার এম.এ.কে

তৃপ্ত রুপে মুগ্ধ হয়ে ফোঁটে কতো ফুল !
আঁখি জোড়া এত দেখি মেটে নাকো সাধ !
নদীর অনিল মেখে ভাবি দীর্ঘ কূল,
পিয়াসু হিয়া সে রুপে ভাঙ্গবো সব বাধ...

কতো ধূলিকণা মাড়ি করি না প্রকাশ !
পায় যতো চায় ততো মিলবে না সলিল ,
ভুলে ভরা কায়া খানি নাহি যে প্রয়াস !
পুষ্প মাল্যদান করি লিখবো না দলিল...

আজো দেখি স্রোত ঢেউয়ে হৃদ ঝরা কথা !
মনে হয় শুভ্র মেঘ দিচ্ছে বনে পাড়ি !
দীপক জাগে গোপন দীপ্তি গড়ে যথা,
আঁখিকোণে আঁখি সাজে ফেলে বিশ্ব আড়ি...!

আজ তবে হবে জারি মোহনা প্রহর,
ইতিকথা লিখা রবে নির্মল অহর...!

শেক্সপেরীয় সনেট অক্ষরবৃত্ত ৮+৬

০৯-০৮-২০ইং