মহাশূন্যে পাড়ি
মাহফুজা আক্তার এম.এ.কে

আমি মহাশূন্যে দিবো পাড়ি
তোমার শূন্যতা লাগে ভারী,
আমি বিদায় জানিয়েছি ভুবনে
এখন বিলিন হবো শুধু গোপনে...!

ভালো থেকো পৃথিবী
ভালো থেকো তুমি,
এখন চির বিদায় নিবো
আর কভু ফিরবো না ভূমি...!

৩০-০৬-২৪ইং