মহাসাগরের বাতিঘরে
মাহফুজা আক্তার এম.এ.কে

কোলাহলের নির্জনতায়
চরম বিতৃষ্ণা জেগেছে,
পৌরাণিকের মহাকাব্যে
ঠাঁই নিতে সাধনা জেগেছে!

আমি বরং চলে যাই
প্রশান্ত মহাসাগরের,
নিভৃত সেই বাতিঘরে
সঙ্গী হবো শুধু সাগরের!

আমি বরং যাত্রী হই
বিধ্বস্ত ওই বিমানের,
যে বিমান বিলিন হয়
ফিরে না অস্বস্তি পূর্বের!

২৯/১২/২৪ইং