মহাকালে পাড়ি
মাহফুজা আক্তার এম.এ.কে

এই ভোরের ট্রেন ধরে
মহাকালে পাড়ি দিলাম,
ধরণীকে বিদায় জানিয়ে
জগৎ সংসার ছাড়লাম !

সাজানো সবই রইলো
শুধু আমি চলে গেলাম,
এই চলে যাওয়াই প্রস্থান
অথচ মোহে ডুবে ছিলাম!

১৭/১২/২৪ইং