মধুররশি
মাহফুজা আক্তার এম.এ.কে

মধুররশি মধুররশি
কোথা যাও নাচি নাচি,
দাঁড়াও না একবার
তোমায় ছূঁয়ে বাঁচি....!

মধুররশি মধুররশি
হাতটা বাড়িয়ে দাও,
তোমার ওই হৃদপিণ্ডে
আড়াল করে  নাও...!

১৯-০৮-২৪ইং