নাবিকের আহাজারি
মাহফুজা আক্তার এম.এ.কে

বহুরূপে হয়েছে আয়োজন
জোনাকি বাতির প্রলোভন,
উত্তাল সমুদ্রতট অভিগমন
দুর্গম চতুর্ভুজের বাতায়ন ।

মাধুরী সমীরণ মৃদু দোলে
দুরন্ত পথিক রথ যায় ভুলে,
প্রশান্তি সমুদয় নৈসর্গ কোলে
অকারণে অবনী ঝাটিকা তুলে ।

ঝাটিকার ফাঁদে ক্লান্ত পথচারী
শিরায় শোণিত চলাচল ভারী,
চুপি নাবিক করে আহাজারি
প্রশস্ত সরণি দিতে হবে পাড়ি ।

২৯-১২-২১ইং