যতটুকু সময়
মাহফুজা আক্তার এম.এ.কে

যতটুকু সময় কাছে পাই
এইটুকুই স্বর্গ আমাতে,
ঠিক প্রভাতের শিশিরের মতো
আমি মিশে যাই তোমাতে!

যতটুকু সময় কাছে পাই
এইটুকুই জলের বুকে কিরণ,
ঠিক যেভাবে বরি মিশে যায়
আমিও মগ্ন হই তোমাতে ভীষণ!

১৪/০১/২৫ইং