মৃত্যুর সন্নিকটে
মাহফুজা আক্তার এম.এ.কে

আমি এখন পৌঁছে গিয়েছি
শ্বাশত ওই মৃত্যুর সন্নিকটে
এই ভুবনে আয়োজন করে
বিদায় নিয়েছি অতি যত্নে
এখন সপে দিবো নিজেকে
মৃত্যুর কোলে আলতো করে...!

১২-০৬-২৪ইং