মৃত্যু তুমি কোথায়
মাহফুজা আক্তার এম.এ.কে
আমার খুব কষ্ট হয়
কেনো জানো!
সেইদিন কেনো মৃত্যু থেকে
বেঁচে গেলাম...!
কেনো আজও এই ভুবনে
দীর্ঘশ্বাস নিচ্ছি...!
কেনো ভয়াল দৃশ্য
বারংবার দেখছি...!
এই ধরণী আমার জন্য নয়
আমি বাঁচতে চাই না...!
মৃত্যু তুমি কোথায়
আমায় কেনো ধরা দাও না ...!
প্রভু তুমি বলে দাও
কেনো আমায় সৃষ্টি করেছো..!
প্রভু তোমায় জানিয়ে দিলাম
আমি আর নিতে পারছি না...!
২৫-০৬-২৪ইং