মধ্যবিত্ত
মাহফুজা আক্তার এম.এ.কে

গভীর অনুভূতির নাম মধ্যবিত্ত
যারা ঢের কষ্ট বুকে গোপন রেখে,
মুখে হাসি নিয়ে নির্দ্বিধায় বাঁচে
তাদের গল্প ইতিহাসে যায় থেকে!

শিক্ষিত সমাজের কিছু অংশ
যাদের যুদ্ধের নামই মধ্যবিত্ত,
বাবা মার মুখের দিকে চেয়ে
ইচ্ছার কবর দেওয়াই মধ্যবিত্ত!

মধ্যবিত্ত বলতে পরিশ্রমী
শতশত বাঁক বীরের নাম,
যারা মুচকি হেসে বরণ করে
মৃত আত্মায় বয়ে যাওয়া ঘাম!

মধ্যবিত্ত নিয়ে লিখতে গেলে
সমুদ্রের পানি কালি ধরে নিয়ে,
সব বৃক্ষ খাতা বানালেও এ গল্প
অসমাপ্তির সুবাস যাবেই দিয়ে!

০৭-০২-২৪ইং