সুমধুর স্বরধ্বনি
মাহফুজা আক্তার এম.এ.কে

আমি কী শুনতে পারি
তোমার সুমধুর স্বরধ্বনি!
হয়তো ইহা নয়
তোমার পছন্দ!

তবুও আমি শুনতে চাই
তুমি কী স্বরধ্বনি পাঠাবে আমাকে?
এই যে কী হলো
তুমি কী স্বরধ্বনি পাঠাবে আমাকে?

তোমার সুমধুর স্বরধ্বনি
আমাকে উন্মাদ করেছিল,
সেই প্রহর থেকে
আমি যাযাবর!

৩১/১২/২৪ইং