মেঘলা আকাশ
মাহফুজা আক্তার এম.এ.কে

মেঘলা আকাশ
চাঁদ নেই
নক্ষত্র নেই
জ্যোৎস্না ও নেই...

নির্বাকে মোহিত প্রহর
নিন্দ্রাহীন রজনী যাপন
শীতল বায়ুর বিদ্রোহ
তবুও তুমি পাশে নেই...!

২৬-০৫-২৪ইং