মেঘের উপর ঘর
মাহফুজা আক্তার এম.এ.কে

একটা ঘর হোক
মেঘের উপর,
অর্ক উঁকি দিবে
সকাল দুপুর ।

সন্ধ্যা বেলায়
বাতিঘর সাজবে,
উড়ন্ত কথারা
নিরালায় বাজবে ।

১৫-১২-২১ইং