মেঘাছন্ন আকাশ
মাহফুজা আক্তার এম.এ.কে
মেঘাছন্ন আজ দিনের আকাশ
মনের মাঝে তোমার আভাস,
জানালার পাশে মেঘের আকাশ
নিরবে বৃষ্টি বিলাচ্ছে সুবাস ।।
বৃষ্টির তরে হাত বাড়িয়ে দিও,
ফেরার পথে পারলে উঁকি দিও,
মাঝে মাঝে দৃষ্টি দিগন্তে দিও
ইচ্ছা হলে ভেজা চোখের খবর নিও ।।
চোখের মাঝে ঘুম দিচ্ছে পত্র
তব তরে হয়েছে মন একচ্ছত্র,
দেখো,ঘাসফুল গুলো নুয়ে পড়েছে,
বাঁশপাতা গুলো তা দর্শন করেছে ।।
ঘুম ঘুম এই ক্লান্ত বেলায় চলে এসো
সাথে দু'দণ্ড স্বস্তি নিয়ে কিন্তু এসো,
দুজন মিলে বৃষ্টি বিলাস করবো
বৃষ্টির ফোঁটায় প্রণয়ের চিহ্ন রাখবো ।।
০৪-০৫-১৯ইং