মেঘ ও তোর পানে
মাহফুজা আক্তার এম.এ.কে
ওরে পদ্ম পাতার জল
তোর শুষ্কতার গল্প বল,
কেনো বৃষ্টি ও পারে না
ভিজাইতে তোকে বল...!
তাইতো মেঘ ও তোর পানে
ভেজানোর তৃষ্ণায় থাকে,
তবুও তুই অনঢ় হয়ে থেকে
সাড়া দিস না মেঘের ডাকে...!
ওরে বন্দি কবুতর বল
উড়তে না পারার গল্প বল,
গগণ পানে মুক্ত ডানায়
তোর উড়বার সাধনা বল...!
তাইতো মেঘ ও তোর পানে
তোকে উড়তে দেখার টানে,
পলকহীন ভাবে চেয়ে রয়েছে
সে কথা কভু কেউ কী জানে...!
২৮-০৬-২৪ইং