মায়াবী চোখ দুটি
মাহফুজা আক্তার এম.এ.কে

ওই চোখ দেখছিলাম
আর ভাবছিলাম,
এত মায়ার স্তুপ কেনো
মায়াবী চোখ দুটি!

ওই চোখে চোখ রেখে
হয়েছিল প্রথম কথা,
শুধু একটি ক্লান্ত বেলায়
মায়াবী চোখ দুটি!

২১-১১-২৩ইং