মাধুবীলতার হিল্লোল
মাহফুজা আক্তার এম.এ.কে

খোলা আকাশের নিচে
শীতল বায়ুর সনে,
মাধুবীলতার হিল্লোল
তোলপাড় করে মনে...!

নক্ষত্র বিহীন রজনীতে
রজনীগন্ধার কলির সনে,
বৃষ্টি স্নাত ক্যাক্টাস গুলো
নেশা জাগায় চুপি নয়নে...!

অশ্রবনীয় সুরের তানে তানে
হিয়া মেতে উঠে প্রতিক্ষণে,
এমন মোহিত নিশীথ রূপে
অভিযোগ নেই মেঘের পানে...!

১৭-০৬-২৪ইং