পাগল করা মুগ্ধতা
মাহফুজা আক্তার এম.এ.কে

আপনার অধো ঘুমের মায়াবী
ভয়েচ টা আমার ভীষণ প্রিয়,
ওই ভয়েচের  মসৃণ নিনাদ
শুনতে পাওয়াটাই অক্রেয় ।

প্রভাতে জলে সিক্ত ওই চাহনি
পাগল করা মুগ্ধতা নিয়ে আসে,
আপনার আনন কারূশিল্প দেখে
অন্তর্যামী আমার উমেদে ভাসে ।

আপনি আমার নয়নের নিধি
আপনাতে আমার আঁখির তৃষ্ণা,
আপনার বদনে চেয়ে থাকার
আমরণ খেয়ালীর এই বাসনা ।

০৬-১২-২১ইং