আপনাকে শুনবো
মাহফুজা আক্তার এম.এ.কে
আপনি শুধু পাশে থাকিয়েন
আপনাকে কথা বলতে হবে না,
আপনাকে শুধু দেখবো
এর চেয়ে বেশি কিছু চাই না!
আপনি শুধু পাশে থাকিয়েন
আমি শুধু আপনাকে শুনবো,
আপনি অন্যের বিভরে থাকবেন
তবুও শুধুই আপনাকে শুনবো !
আচ্ছা আপনাকে শুনলে
খুব বেশি কী ক্ষতি হবে?
আপনি বলুন কী হলো বলুন
সত্যি খুব বেশি কী ক্ষতি হবে!
আর আপনি না চাইলে
আপনাকে শুনবো না,
একদম সুদূরে চলে যাবো
আর ফিরে আসবো না!
৩০-১১-২৪ইং