শেষ দেখা
মাহফুজা আক্তার এম.এ.কে
আজকে শেষ দেখা হলো
যদিও আমার ইচ্ছা ছিল না,
তুমি অনুনয় করেছিলে তাইতো
পুরন করলাম তোমার বায়না..!
তোমার সাথে দেখা করতে
আমি একটুও চেষ্টা করিনি,
প্রকৃতির নিয়মে দেখা হলো
সত্যিই যে দেখা হবে ভাবিনি..!
আজ দেখা হলো শেষ দেখা
অতঃপর তুমি গেলে চলে,
তোমার অপেক্ষার অবসানে
বিদায় নিলাম নির্বাক আমলে..!
২৭-০২-২৪ইং