লাল ফাগুনের আগুন
মাহফুজা আক্তার এম.এ.কে

আজ পলাশে উঠান সেজেছে
যেনো লাল ফাগুনের আগুন,
মন মেতেছে পলাশের  নেশায়
তাইতো কোকিল গাইছে গুনগুন..!

বসন্তের এই বিরাট প্রণয় মেলায়
জোড়া পল্লবে জাগলো কম্পন,
এভাবেই বাড়লে হৃদয় গতি
কেমন করে থামাবো দহন !

মন পবনে বসন্তের দোলা
যেনো সবুজের মাঝে আবির,
পলাশ শিমুল সবুজের  প্রান্তে
হিয়া চাইছে গড়তে চির নীড়...!

২৯-০২-২৪ইং