কুঞ্জলতা
মাহফুজা আক্তার এম.এ.কে
হঠাৎ নিশুতি নিশিতে
ঝড়ের বেগ হারিয়ে
ফুটেছিল কুঞ্জলতা,
সেই কুঞ্জলতার সাথে
আঙ্গুলের মৃদু ছোঁয়ায়
হয়েছিল পুষ্পরসে কথা ।
ঝড় থেমে যেতেই
মৌনতা কাছে এসে
ধরা দিলো বাহানায়,
ওই দূরের নীলিমায়
শুভ্র অম্বুদের ভেলায়
পরিচিত হতে অজানায় ।
০৯-০৭-২১ইং