কতটুকু অনুভব
মাহফুজা আক্তার এম.এ.কে

কতকাল আপনাকে শুনিনা
কতকাল আপনাকে দেখিনা,
একটু কী দেখা দিবেন
একটু কী স্বরধ্বনি পাঠাবেন....!

আচ্ছা বলুন আপনি এমন কেনো
আপনাকে বোঝানো যায়না যেনো,
এবার একটু তো আমায় বুঝুন
নক্ষত্রের ঠিকানায় একটু খুঁজুন...!

কী হলো খুঁজবেন না বুঝি
আপনার ইচ্ছাদের ও বুঝি,
আচ্ছা কেমন করে থাকেন
জ্যোৎস্না রাতে কী ভাবেন...!

কী হলো ভাবনায় ডুবেছেন
আমাকে কী খুঁজে পেয়েছেন,
কতটুকু অনুভব নাড়া দিয়েছে
সমস্ত হৃদয় কী ছড়িয়ে গেছে...!

২৯-০৮-২৪ইং