কথা বলা হয়নি বলে
মাহফুজা আক্তার এম.এ.কে

শুধু কথা বলা হয়নি বলে আজ
এক আকাশ দুরত্ব হয়েছে,
হৃদস্পন্দন ভারী হয়েছে
কথা বলুন দুরত্ব কমে যাবে...!

শুধু একবার কথার বলার জন্য
যে মানুষটা তৃষ্ণাতুর হয়েছে,
তাকে না হয় একটু স্বস্তি দিন
একটু কথা বললেই যথেষ্ট হবে...!

শুধু কথা বলা হয়নি বলে আজ
শত অনুভূতি রয়েছে অজানা,
একটু কথা বলুন তার সাথে
যার নিদ্রাহীন প্রতি রজনী কাটে...!

১৮-০৫-২৪ইং